পূর্ণিমার চাঁদ,
তুমি স্বর্গ থেকে নেমে আসা
এক অলৌকিক আশীর্বাদ স্বরূপ;
আহা কি মধুর, স্নিগ্ধ, চিত্তপ্রফুল্লকর।
শত প্রেমিকের বিরহ বেদনা,
ভালোবাসার সাক্ষী,
কত সৃষ্টির অনুপ্রেরণা;
লক্ষাধিক কাব্যিকের চিন্তার ভাঁজ,
সৃষ্টির নতুন আশা।
কত গোপন রহস্যের ভান্ডার,
কত রহস্যের মায়াজাল;
তুমি আবেগ তৃষিত নয়নের মদির প্রেমময় চাহনী ।
অপেক্ষমাণ সমুদ্রতট, অন্ধকার নিবিড় রাত্রি,
সহস্র নৌকার পাল, শত জাহাদের নোঙর
সব তোমাতেই বিলীন।
তুমি অমোঘ সৌন্দর্য
তুমিই সৃষ্টি, তুমি শান্তি;
আবার তুমিই কোনো কাব্যিকের লেখনীর সেই
“পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”
আহা, সৃষ্টির কি অপরূপ বৈপরীত্য।
Leave a Reply Cancel reply
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.
Leave a Reply