Footpath

- Palash Podder, Unknown

দৈত্য রাজপথের ধারে একফালি শহরে,

কারো কাছে হেঁটে চলা, কারো কাছে বিছানা ।

গরিবের শপিংমলে, জীবিকা চেয়ার পেতে

পেটের দায়ে বসে থাকে আজও তারা ফুটপাতে ।

লোকজন কলরব কত লোক ঘর ছাড়া,

রাত কাটে খোলা আকাশে আজ তাই ছন্নছাড়া ।

কত লোকে খাবার খেয়ে নোংরা ফেলে তাতে

কত প্রাণের জন্ম হয় আবর্জনার ফুটপাতে ।

শয়ে শয়ে পা হাটে তার বুক মারিয়ে,

দুই পা পরিষ্কার করে ঝাড় নিয়ে দাঁড়িয়ে ।

দিনের আলো রাতের নিশিতে সবাই তাতে কুপোকাত

আমার চোখে দেখা মহানগরের সেই ফুটপাত ।।