Kharap Kobita

- Aditi Bhowmik, Bengali Teacher, Techno India Group Public School, Garia

কত অসংখ্য শব্দের কাছে
ঋণী হতে হবে আর?
শহরে আলাপচারিতা,
ঝুটো অভিমান—–
পরিচিত সংলাপের নাব্যতা
মেপে নেয় রোজ।
তবু
হিসেবি প্রশ্নেরা ওৎ পেতে থাকে
শৌখিন মুহূর্তের সংখ্যা গুনবে বলে।


ঘরের পর ঘর পেরোয়….
দরজা নেই; নেই আগল।
শুধু আছে রাজকন্যে,
রূপোর কাঠি, আর
ডাইনি বুড়ির ঘুম।


অথচ
নিঃশুল্ক প্রেম জমা হচ্ছিল
পাহাড়িয়া বুকে।
যেন অযুত কোটি দিন পেরিয়ে

এমন বসন্তে
খরচ হবে বলে।


8


বর্ণমালার নৈঃশব্দ্যে টুকিটাকি খুঁজে নেওয়া,
নরক ঘেঁটে তুলে আনা রঙিন আলো —
শিখিয়েছে তোমায় দেবদূতের মতো কঠিন হতে
মৃতের চিতার পাশে একলা তুমি
গুনেছ কান্নার ঢেউ।



গহীন অলকানন্দা
কিংবা
ত্রিকূটের চুড়ো
তন্নতন্ন করে খুঁজি।
আমরা দিশেহারা।
তৃতীয় পুরুষ তবু অক্লান্ত।
সে জানে,
বৃন্দাবনে একটামাত্র পারিজাত ফুটেছে।



কলম জুড়ে নেমেছে অন্ধকার।
মন নেই গদ্য-পদ্যের ছকে।
কর্মহীন ক্লান্তিকর যৌবন

অরুচি এনেছে ‘রত’ থাকায়।
এখন কান পেতে শুনতে ইচ্ছে হয়
উল্কাপাতের শব্দ।



বেগুনি ক্ষোভ ছড়িয়ে দেব
পিচ-মোরামের গলির বাঁকেবাঁকে।
জড়তা বলে এখানে কিছু নেই,
পথের দাবি পথেই পড়ে থাকে।