Baba

- Subhra Mondal, Class VII DA, Techno India Group Publis School, Balurghat

যেদিন আমি ছোট ছিলাম
যুবক ছিলেন বাবা
সেদিনটি আসবে ফিরে
যায় কি তা আজ ভাবা?

বাবার কাছেই হাঁটতে শিখি
শিখি চলা বলা-
সারাটি দিন কাটতো আমার
জড়িয়ে তার গলা।

বাবার হাতেই হাতেখড়ি
প্রথম পড়া লেখা
বিশ্বটাকে প্রথম আমার
বাবার চোখেই দেখা

আজকে বাবার চুল পেকেছে
গ্রাস করেছে জরা
তবু বুঝি বাবা থাকলেই
লাগে ভুবন ভরা।

বাবা এখন চশমা পড়েন
পার করেছেন পঞ্চাশ
আজো তাকে আগের মতোই
অনেক ভালোবাসি।