বড্ড বেশি নিশ্চুপ রাত আজ চারিদিক, দূরে হালকা কলধ্বনি “ধিক তার ধিক!”
মহালয়ার আগমনী বার্তা, এ কোন শহর আমার!? অচেনা, অজানা মানুষের ভীড়ে, নোংরা স্পর্শ তার! গতরাতে আগুন হাতে প্রতিশোধের হুঙ্কার যার।
নিবিড় মেঘের অন্তরালে, তড়িতের রেখা জ্বলে আজ বুঝি আমার দুগ্গার মন খারাপ করে ! মেঘমুলুকের দেশে বৃষ্টি নামে, সে কী কাঁদছে? কাজলকালো চোখে তার অন্ধকার ছায়া ভাসছে !
মনের মন্দিরে যত পূজারিণী প্রদীপ জ্বালালো, জানিনা কোন দেবতার খোঁজে
সে প্রদীপের শিখা কাজল হলো;
দূরে শঙ্খধ্বনি প্রতিফলিত, মার আগমনী বার্তা? নাকী , এক মার কোল হারিয়ে যাওয়ার কথা !? আজকের লড়াই কালকের মুখের গল্প হবে কিছু জিতে যাবে আর কিছু গল্প হারিয়ে যাবে
একটু পড়ে অঝোরে ঝরে চলা বৃষ্টি থামবে।
আরেকটা তারা খসে পড়বে আবার তোমার অবর্তমানে।
আবার শুরু হবে, চিৎকার
নতুন প্রত্যুষের আহ্বানে ।
Leave a Reply Cancel reply
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.
Leave a Reply