নারী তুমি রইলে আজ শুধুই পণ্য হয়ে
পুরুষ তোমায় বুঝলো না কো কোনোদিন
বিনা ভোগ্যপণ্য ।
দশভুজা হয়েও তুমি
রইলে আজ সবার পদপৃষ্ট হয়ে
শিরো পরি রাখবে কিসে তোমায়
এই বিকৃত মগজে ?
চোখ পাকানো, দাঁত খিচুনি
অপমানের সাথে
নিত্য তোমার ওঠাবসা
সইতে হয় যে রোজ তোমায়
শত শত কটু কথার জ্বালা।
নারী তোমার শরীর তো আর শরীর নয়
সে তো লালসা মেটানোর এক আস্তানা
বেঁচে থাকতেও মৃত তুমি এই সমাজের চোখে
মৃত্যুতে ও কি মেলে সান্ত্বনা ??
মরেও তোমার নেই যে শান্তি
নও তুমি নিরাপদ
এই রাজ্যের কোথায় সে শহরে কিংবা গ্রামে।
এই সমাজ যে বড়োই বিচিত্র
তাহা কি তুমি বুঝো না হে নারী
তাই তো তোমার সুন্দর প্রাণোচ্ছল শরীরটা
বার বার শিকার হয় এই সমাজের
নরপিশাচদের হাতে ।
ভাগারের এক চিলতে মাংসের জন্য
সব যখন কেমনে করে উৎপেতে থাকে
কে কার আগে সবটা ছিন্নভিন্ন করে খাবে
ঠিক নারী তুমি এই সমাজের তেমনই ভোগ্যপণ্য
নিজেদের আশ, কাম, লালসা মেটানোর জন্য
ঝাঁপিয়ে পরে তোমার শরীরটার ওপরে
সবটা মিটিয়ে ছিন্নভিন্ন করে তোমার শরীরটাকে
আর তখন তুমি হয় এই গণধর্ষনের শিকার
তাতে ও মেটে না আশ মেটে না ওদের জ্বালা
তাই তো সবশেষে লাশকাটা ঘরেতে ও
হতে থাকো তুমি ধর্ষণের শিকার l
হতে চেয়েছিলে নারী তুমি বড্ড তাড়াতাড়ি বড়ো
ওরা তোমায় দিলো না বড়ো হতে
করতে চেয়েছিলে এই সমাজের জন্য কিছু
ওরা দিলো না তোমায় করতে
করতে চেয়েছিলে নিজের স্বপ্ন পূরন
তাও করতে দিলো না ওরা
দাওনি তুমি অন্যায় এর সাথে স্বাদ
পিঠের মাঝখানে ওই যে শিরদাঁড়া
বলে জিনিসটা আজও বড়োই সোজা ।
তাই তো ওরা দিলো তোমার কন্ট রোথ করে
যেখান থেকে বার বার বেরিয়ে এসেছে
শত শত আর্তনাদ
শত শত চিৎকার
কত না কত চোখের জল যা অঙ্কের ক্যালকুলাস
দিয়ে ও হিসেব করে মেলে না
দুচোখ থেকে ফেঁটে বেরোনো রক্তের সাথে মিলে গেছিলো সেইদিন চোখের জল
চারিদিক জেনো সবেতেই লালে লালে আচ্ছন্ন
সেইদিন ওরা তোমায় দিয়েছিলো অমানুষিক মৃত্যুযন্ত্রণা উপহার যে উপহার তুমি চাও নি
চেয়েছিলে শুধু মানুষ হয়ে বাঁচতে
দুচোখে ভরা ভরা রাশি রাশি স্বপ্ন নিয়ে।
নারী তুমি আর মেয়ে হয়ে ফিরো না
এই নরকীয় সমাজে
এই সমাজ যে তোমারে কোনদিন বুঝেবে না গো
আবার তুমি হবে এই নরকীয় ঘটনার শিকার
বুজবে না তোমার কষ্ট বুজবে না তোমার যন্ত্রনা।
মৃত্যু তো হয় শুধু শরীরের
মৃত্যু যে আজ সবকিছুর
বিচারবুদ্ধি, স্মৃতিশক্তি
বিবেক মনুষ্যত্বের ।
নারী তুমি নারী কেবল
নেই যে কোনো শান্তি
প্রাণ থাকতেও বন্ধী রে হায় !!
নারীর মৃত্যুতেও নেই মুক্তি ।।
” জাগো শক্তি, জাগো স্বপ্ন,
জাগো জাগো উমা “
Leave a Reply