Poribortoner Protishruti

- Sannoy Jana, Bengal Institute of Technology

নারী,

যে শব্দটা শুনলেই মনে জাগে অনেক অনুভূতি

বলতে পারবেন,তাদের কি দোষ যে তাদের আজ এই পরিণতি?

নারী কে,

কারোর দিদি,বোন,কারোর বন্ধু,কারোর স্ত্রী এবং সবার ঊর্ধ্বে কারোর মা

আজ এই পুরুষতান্ত্রিক সমাজে ভেঙে পড়েছে নারীত্বের প্রতিমা।

ওঠো,

জাগো লোভীরা, এ কেমন আত্মতুষ্টি,কেমন মনুষ্যত্ব,

যার জন্য শুধু নারী নন, নগ্ন হয়েছে সমগ্র পুরুষত্ব।

ফিরিয়ে দাও,

সম্মান যা শুধু নারীর অধিকার নয়,এক পুরুষের দায়িত্ব

কেউ কি পারবে অস্বীকার করতে,

প্রত্যেক পুরুষের পেছনে আছে এক নারীর কৃতিত্ব।

নির্মূল হোক,

এই ব্যাধি,যা দূর করতে পারবেন না

কোনো চিকিৎসক বা কোনো বিচারক,

পারবেন শুধু এক পুরুষই,কারণ

শুধু সেই,তার চিন্তাভাবনার নিয়ন্ত্রক।

ভবিষ্যতে,

যদি দেখতে চান নিজের দিদি, বোন,স্ত্রী,মাকে নিরাপদে,

তবে সমস্ত ভাবনা ছেড়ে আত্মাকে জাগিয়ে তুলুন আর্তনাদে।

আজ,

এই পরিবর্তনের লগ্নে,জানাই সমস্ত পুরুষসমাজকে আহ্বান,

এই দায়িত্ব আমাদের ফিরিয়ে দেওয়া নারীর আত্ম সম্মান।

চলো,

বুঝিয়ে দিই,পুরুষ শুধু নৃশংস নয়,হতে পারে প্রশংসনীয়

চলো করি তাই,যা একজন সত্য পুরুষের করণীয়।