ভারত আমার জন্মভূমি, বাংলা মাতৃভাষা
ভারতবাসী আমরা সব হারিয়ে ফেলছি আশা;
দেশে এখন স্বৈরতন্ত্র, আদেশ দেন তিনি
দেশ বিরোধী হয়ে যান প্রশ্ন তোলেন জিনি;
আজব নিয়ম হেথায় এখন, বললে পরে মরণ
মেয়ে হয়ে জন্ম নিলে হবেই তাহার হরণ;
বলতে গেলে এরা আমায় করে দেবে গোপন
বলে দিলেও সমাজ আমায় করবে না গো আপন৷
ধর্ণা দিলে আমায় এরা দেবে জেলে পুরে
গণতন্ত্র স্বাধীন দেশে যাচ্ছে রোজ হেরে;
কোথায় যাই আমি এখন ভারত দেশটি ছেড়ে?
এরা আমার সবকিছু নিয়েছে যে কেড়ে
দুঃখে কষ্টে সবার শেষে ধরেছি তোমার চরণ,
ভারতমাতা তোমায় আমরা সবাই করছি স্মরণ।
Leave a Reply Cancel reply
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.
Leave a Reply