তোমায় মনে পড়ে আজও তোমায় মনে পড়ে।
আজ এই বসন্তের বিকেলে তোমায় মনে পড়ে,
গ্রীষ্মের তপ্ত দুপুরে তোমায় মনে পড়ে, প্রবল বর্ষা মুখর দিনে তোমাকেই মনে পড়ে; শরতের শিউলি ফুলের গন্ধে তোমায় মনে পড়ে, শীতে উষ্ণ পরষে তোমায় মনে পড়ে।
তোমায় মনে পড়ে আমার প্রতি প্রভাতে, তোমায় মনে পড়ে আমার দিবারাতে; তুমি রহিয়াছ আমার অঙ্গে মিশি, তোমার স্বপনে আমি ডামি দিবানিশি।
কখনো তোমার লাগি হয় বিরহ বেদন,
কখনো রই বিভোর হয়ে তোমার স্বপ্নে মগন তুমি রহিয়াদ আমার সকল কথায়, রহিয়াছ তুমি আমার কষ্ট ব্যথায়।
কখনো তোমার লাগি হই পাগলপারা,
কখনো তোমার লাগি হই দিশেহারা
সুখময় স্মৃতি তে কখনো মন ভবে হাসি,
কখনো তোমার লাগি অশ্রু তে ভাসি।
তুমি রহিয়াছ আমার অভিমানে,
রাজিয়াম তুমি আমার সম্মানে সারাটা দিল আমি তোমার ভাবনায় মাতি,
আর ভাবি সখা, কখন লইবে ডাকি।
প্রিয়, আমার আর ত্বর সহে না যে,
তবু আমি রইব অপেক্ষাতে
তুমি কি জানো আজও তোমায় ভুলিনি ! তোমার কি কখনো আমার কথা মনে পড়েনি?
ওগো, তুমি ই আমার মন-প্ৰান৷
আর কি দেবে না তোমার চরণে একটুকু স্থান?
Leave a Reply