মনে ভাবি এক্ষুনি হই,
ফল্গু নদীর জল।
নদী কোথায় হারিয়ে গেল,
চোখ করে ছল ছল।।
আবার ভাবি আমি হবো,
বনের ময়না পাখি।
বন টা কোথায় গাছ কেটে ফাঁক,
কোথায় তবে থাকি।।
এবার আমার সাধ জাগে যে,
বসন্তেরই মিঠেল হাওয়া,
চারিপাশে ঢাকলো ধোঁয়া,
যায় না তো চোখ চাওয়া।।
কখনো আমার মনে জাগে,
পাহাড় হতে ভাই।
সেটাও দেখি ভাঙতে থাকে,
অপগন্ডের দল।।
যাহা কিছু স্বপ্ন দেখি,
সেটাই হতে চাই।
বেহিসেবি মানুষেরা
দেবে সব আশাতেই ছাই।।
Leave a Reply