Basha

-Soma Paul, PURWANCHAL VIDYAMANDIR

দিনটা শেষ হয়ে আসছে। আকাশে হয়েছে সাদা… সবলা উত্তাস শুরু করে আকাশটা ঢেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে সন্ধ্যায় ঢুকলো। মনটা বেশ অদ্ভুত লাগছে… চারদিকে যেন ফাঁকা, যেন শান্ত। কিন্তু এটাই তো কাজের ধরণ, স্বাভাবিক তো হওয়ার কথা নয়?

এক কাপ চা নিয়ে বসলো, হঠাৎ শুনতে পেলো এক মৃদু শব্দ, আচমকা দেখা দিল মুষলধারায় বৃষ্টি। সবলা একপ্রকার অবাক হয়ে গেলো, বৃষ্টির প্রবলতা দেখে মুহূর্তের মধ্যে ভাবনা আসলো, কে কাঁদছে?

হঠাৎ তার মনে পড়ে মাঠের পাশের একটি ছোট্ট বাসার কথা, যেটি কাক দম্পতি গড়ে তুলেছে তাদের সন্তানদের নিয়ে। বৃষ্টি কমে গেলে সবলা জানালার পাশ দিয়ে তাকিয়ে দেখলো, পাখিরা শান্তি নিয়ে বাসা তৈরি করছে, প্রয়োজনের যত্ন নিয়ে তাদের সন্তানদের বড় করে তুলছে।

এবার তার মনে হলো, কাকগুলোরও একদিন তাদের সন্তানরা ডানা মেলে উড়ে যাবে, সেভাবেই যেমন মানুষ বড় হয় এবং পাখা মেলে পৃথিবীর দিকে পা বাড়ায়।