Notun Sarat

- Sabyasachi Mukherjee, Assistant Professor, Dept. of CSE & IT, Bengal Institute of Technology

এগরোলের গন্ধে ভারী বাতাস
অগুন্তি মানুষ আর গাড়ির জ্যাম
থিম পুজোর লড়াইয়ে টক্কর
একঘেয়ে সেই পুজোর রুটিন

এইবার ভেঙে দেব চেনা ছক
দুহাত ভরে শিউলি কুড়োব
আশ্বিনের নীল মেঘ দেখব
একলা আলসে দুপুর কাটাব
লুচি সাদা আলুর সহজ সকাল

কাশের জঙ্গলে শোলার মুকুট
লোকাল ট্রেনে জানলার ধার
ভোর বেলার নরম ঠাণ্ডায়
নিজেকে হারাতে চাই নতুন করে।