এগরোলের গন্ধে ভারী বাতাস
অগুন্তি মানুষ আর গাড়ির জ্যাম
থিম পুজোর লড়াইয়ে টক্কর
একঘেয়ে সেই পুজোর রুটিন
এইবার ভেঙে দেব চেনা ছক
দুহাত ভরে শিউলি কুড়োব
আশ্বিনের নীল মেঘ দেখব
একলা আলসে দুপুর কাটাব
লুচি সাদা আলুর সহজ সকাল
কাশের জঙ্গলে শোলার মুকুট
লোকাল ট্রেনে জানলার ধার
ভোর বেলার নরম ঠাণ্ডায়
নিজেকে হারাতে চাই নতুন করে।
Leave a Reply Cancel reply
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.
Leave a Reply